সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আবার। আজ (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে ভারত থেকে পেঁয়াজ ভর্তি ট্রাকে এসে পৌঁছায় হিলি স্থলবন্দরে।
বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আজ পেঁয়াজ নিয়ে ২৫ থকে ৩০টি ট্রাক আসার কথা। এখন থেকে প্রতিদিন পেঁয়াজ ঢুকবে বাংলাদেশে। এর ফলে দেশের বাজারে কমবে এ পণ্যটির দাম। আগামী রমজানে সুফল পাবেন ভোক্তারা।
ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে পাঁচজন আমাদানিকারক পেঁয়াজ আমাদানি অনুমতি পেয়েছে। প্রতি টনের জন্য ২৫০ থেকে ৩০০ ডলার দরে এলসি খুলেছেন তারা। ফলে পেঁয়াজের দাম পড়ে কেজি প্রতি ২১ থেকে ২৫ টাকা। প্রতিকেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হবে ৩০ টাকার মধ্যে। এর প্রভাব পড়বে দেশরে বাজারের ওপর।
আমাদানিকারকরা জানান, হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ ঢুকলেও এখনও পাইকারি ক্রেতা আসেনি। বাজারে দেশি পেঁয়াজ উঠছে, তাই এখনও ক্রেতারা আসেনি। শিগগিরই পেঁয়াজের পাইকাররা আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।
অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছর ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার।