রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১ ডিসেম্বর ২০২০ ১০:৩৪
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:০৬

‌মাদকাসক্ত পুলিশ সদস্য চিহ্নিত করতে ডোপ টেস্ট করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, মহানগর পুলিশের মাদকাসক্ত সদস্য চিহ্নিত করতে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। ইতোমধ্যে সাত পুলিশকে বিভাগীয় মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে পুলিশ প্যাট্রোল কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

দ্রুততম সময়ে পুলিশ সেবাকে নিশ্চিত করতে- পাঁচলাইশ, খুলশী, ডাবলমুরিং এবং কোতোয়ালী এলাকায় প্যাট্রোল কার ৪টি চলবে।

পুলিশ কমিশনার আরো জানান, প্রত্যেক গাড়িতে ইনবিল্ট সিসি ক্যামেরা যুক্ত। প্রত্যেক গাড়িতে হ্যালমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, হ্যালার, ক্রাইমসিন বক্স, ওয়াকিটকিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ পরিচালনায় বেসিক কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্মার্ট পুলিশিং। উন্নত বিশ্বের মতো করে প্রযুক্তিনির্ভর পুলিশিং এর জন্য কার দিয়ে প্যাট্রোলিং করার জন্য। তিনি বলেন, প্রতিটি প্যাট্রোল কারে একজন সাব ইন্সপেক্টর ও একজন এএসআই দুইজন কনস্টেবল থাকবে। নির্দিষ্ট এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টহল করবে প্যাট্রোল কারগুলো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা