সারাদেশ
দলিল লেখক রিয়াজ হত্যা

স্বীকারোক্তি দেয়া আসামীকে অব্যাহতি দিয়ে পুলিশের দায়মুক্তির চার্জশিট

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইছাগুড়া রাজগর এলাকার দলিল লেখক রেজাউল করিম রিয়াজ হত্যার প্রধান অভিযুক্তকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি (তদন্ত) সগির হোসেন দীর্ঘ নয়মাস তদন্ত শেষে এই চার্জশিট প্রদান করেন। মামলায় মূল অভিযুক্ত ছিলেন রিয়াজের স্ত্রী লিজা আক্তার। এমনকি তিনি গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করেন। এত কিছুর পর কাউনিয়া ওসির এমন চার্জশীট অবাক করেছে নিহতের পরিবারকে।

মামলার বাদী নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম রিপন বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের হত্যা মামলাটি তদন্তের নামে তদন্তকারী কর্মকর্তা সগির হোসেন বিভিন্নভাবে কালক্ষেপণ ও প্রধান আসামী লিজাকে রক্ষা করার মিশনে নামার বিষয়টি টের পেয়ে গত ২৩ই অক্টোবর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রহস্যজনক মামলা তদন্তের প্রতি আমার আইনজীবীর মাধ্যমে না রাজি দিয়ে মামলাটি সিআইডি পুলিশ সদস্যদের দিয়ে তদন্তের দাবী করা হয়। সেসময় উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মারুফ আহমেদ বাদীর আর্জির পরিপ্রেক্ষিতে পরবর্তী মামলার তারিখ ১১ই নভেম্বর মামলার সকল সিডি নিয়ে তদন্তকারী কর্মকর্তা মোঃ সগির হোসেনকে স্ব-শরিরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ১১ই নভেম্বরে মামলার ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তা সগির হোসেন করোনাকে পুজি করে আদালতে আসা থেকে বিরত ছিলেন। ওই আদালতের বিচারকের বদলির কথা শুনে তিনি সোমবার আদালতে প্রধান আসামী আমিনা আক্তার লিজাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন। আমরা আগেও এই মামলা তদন্তে পক্ষপাতিত্ত্বের প্রমাণ পেয়েছি। যে সন্দেহ করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা সেই কাজই করেছেন। এই তদন্ত প্রতিবেদন আমরা মানি না।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসত ঘরে স্বামী রিয়াজ খুন হন। ওই ঘরে তার সঙ্গে তার স্ত্রী লিজা ছিলেন। হত্যায় জড়িত থাকার সন্দেহে রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে স্বামী হত্যায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় লিজা। যদিও পরে তা প্রত্যাহারের আবেদন করেন জামিনে বের হয়ে লিজা। এদিকে মামলার বাদী দাবী করেন, কোতয়ালী থানা পুলিশ হত্যা মামলার রহস্য উদঘাটন করার দ্বারপ্রান্তে পৌঁছার আগ মুহুর্তে হঠাৎ করে মামলাটি গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।

সেসময় ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করিমের তত্ত্বাবধানে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারী সগির হোসেন হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহণ করেন। মামলার বাদী আরও অভিযোগ করে বলেন, রিয়াজ হত্যার পর থেকে লিজার স্বীকারোক্তি মতে তার পরকীয়া প্রেমিক মাসুম দফাদারকে আজ পর্যন্ত কেউ গ্রেফতার করেনি। বরংঞ্চ কয়েকজন ছিচকে চোরকে আটক করে জানিয়েছিল তারা রিয়াজকে হত্যা করেছে।

এই মামলার বিষয়ে শুরু থেকেই পক্ষপাতিত্ব ছিল বিধায় দুইজন পুলিশ সদস্য সাময়িক বরখাস্তও হয়েছেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত কাউনিয়া থানা মোঃ সগির হোসেন মঙ্গলবার (১ ডিসেম্বর) বলেন, এই মামলার তদন্তকালে স্বামী রিয়াজ হত্যার সঙ্গে জড়িত এ রকম কোন প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছি।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা