নিজস্ব প্রতিনিধি, বরগুনা : ২১ মামলার আসামি বন্ড গ্রুপের লিডার নয়ন বন্ডের সহচর চিহ্নিত সন্ত্রাসী অভিজিৎ তালুকদার অভি (৩০), নিপু (৩২) এবং মাহবুবকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (২৮ নভেম্বর) রাত ১টার দিকে বরগুনা কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইয়াবা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা শহরের চিহ্নিত অপরাধী। অভির বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে বলে তিনি জানান।
অপরদিকে শংকর সমাদ্দার (৩৮) নামের একজন ৮বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ২০১৭ সালে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে শংকরকে ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় শংকরের ৮বছর সাজা হওয়ার পর থেকে থেকে পালিয়ে বেড়াচ্ছিল। রোববার বেলা ২টার দিকে বরগুনার ভূতমারা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকরকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এমএ/এনকে/এস