নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
বহদ্দার হাট ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। মাস্ক না পরায় তিনি ১৫ মামলায় ১৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
ডিসি হিল, সিআরবি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। তিনি ১৩ মামলায় ১৩ জনকে ৯৬৫ টাকা জরিমানা করেন।
ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। তিনি ২১ মামলায় ২২ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
পতেঙ্গা সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। তিনি ২৩ মামলায় ৩০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
সান নিউজ/এনকে