নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়ায় ধুলাউড়ি গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিনা সুলতানাসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি গণকবরে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের মাগফেরাত কামনায় ১মিনিট নীরবতা পালন শেষে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ৮জন মুক্তিযোদ্ধা ও ১১জন স্থানীয় সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। এ দিনটিকে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস হিসাবে পালন করা হয়।
সান নিউজ/আরএইচ/এস