রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২৬ নভেম্বর ২০২০ ১৪:১০
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:৩৩

অভিনব কায়দায় চানাচুর প্যাকেট ও কমলার ভেতরে ইয়াবা!

নিজস্ব প্রতিনিধি, ফেনী : কমলা লেবু ও চানাচুর প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট ভরে অভিনব কায়দায় চলছে কারবার। চট্টগ্রামের মিরসরাইতে এমন দুই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) কমলার ভেতরে কৌশলে ইয়াবা পাচারের সময় ৩৮০টি ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল (৩২) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের হাদি ফকির হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত ফজলুল করিমের পুত্র। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

একই উপজেলার হাদি ফকির হাট এলাকা থেকে ৭০৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদি ফকির হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শারমীন আক্তার (৩২) কক্সবাজার জেলার চকরিয়া এলাকার এ কে খানের স্ত্রী।

উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশে হাদি ফকির হাট এলাকায় অভিযান পরিচালনা করলে আসামী শারমীনের ভ্যানিটি ব্যাগের ভেতরে থাকা চানাচুরের প্যাকেটে ৭০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা