নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ধারাবাহিকভাবে পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ৬ষ্ঠ তম দিনে খাগড়াছড়ির গুইমারাতে মাস্ক না পড়ে স্বাস্থ্য বিধি লংঘনের অভিযোগে ২৩ নভেম্বর, সোমবার অভিযান চালিয়ে ১৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ গুইমারার বিভিন্ন জায়গায় অভিযান চলিয়ে মাক্স না পরায় ১৯ জনকে এক হাজার নয়শত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, মাক্স না পরার প্রবণতা কমতে শুরু করেছে। আশা করছি মানুষ সচেতন হবে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জনসাধারণ কে সচেতন করতে অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য যে ৬ দিনে মোট ১১০ জনকে ১৩৮০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে অভিযান পরিচালিত হচ্ছে।
সান নিউজ/জেএম/এনকে/এস