নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার চাপতায় মধুমতি বাওড় পাড়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে রোববার সকালে কাঠা ঘের দেয়ার সময় কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ কাঠা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এসব জাল জব্দ করা হয়।অভিযান টের পেয়ে প্রভাবশালীরা বাওড়ে জাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল বাওড়ের পাড়েই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, আমাদের কাছে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে মধুমতি বাওড়ে কাঠা এবং বেড় জাল দিয়ে ওই এলাকার প্রভাবশালী মহল মাছ শিকার করে আসছে । এতে সাধারণ মৎস্যজীবীরা বাওড় থেকে মাছ শিকার করতে পারেন না। সাধারণ জেলেরা মাছ ধরতে গেলে তাদের সেখান থেকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়।
এ অভিযোগের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে । যাতে প্রভাবশালীরা আর কাঠা দিতে না পারে এবং সাধারণ জেলেদের মাছ শিকারে বাধা না দেয়।
সান নিউজ/বিকে/এনকে/এস