সিলেট প্রতিনিধি, সিলেট : সিলেটে স্বামীর কিল-ঘুষিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আর স্বামীকেও আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম সোফিয়া বেগম। স্বামীর নাম আব্দুল করিম (৪৩)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার পূর্ব খলাছড়া গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে। সোফিয়াও একই এলাকার পশ্চিম বিনেরবন্দ গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।
তারা গত পাঁচ মাস থেকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় (ভটরপাড়া) গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করছিলেন আব্দুল করিম।
তাদের দুই ছেলে-মেয়ে, নাম আলী হোসেন (৮) ও মাইশা আক্তার মুন্নি (৫)। টুকটাক মনোমালিন্য-মতবিরোধ-ভালোবাসা নিয়েই চলছিল তাদের সাংসারিক জীবন। কিন্তু রোববার সকালে ঘটে গেছে এক অঘটন। ছেদ পড়েছে দীর্ঘ সাংসারিক জীবনে।
রোববার (২২ নভেম্বর) লাল শাক চাষ নিয়ে বাকবিতন্ডায় স্বামী আব্দুল করিমের কিল-ঘুষিতে স্ত্রী সোফিয়ার মৃত্যু হয়েছে।
জানা গেছে, ৫/৬ দিন আগে বাড়ির মালিক রফিক মিয়া লাল শাকের বীজ বপনের জন্য আব্দুল করিমের কাছে দিয়েছিলেন। সপ্তাহ পেরিয়ে গেলেও বীজ রোপণ না করায় রোববার সকালে আব্দুল করিম ও তার স্ত্রী সোফিয়া বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে কিল-ঘুষি মারেন। এতে সোফিয়া জ্ঞান হারান। কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে লাশের পাশে বসে বিলাপ করতে দেখা গেছে স্বামী আব্দুল করিমকে। বার বার আর্তনাদে মূর্ছা যাচ্ছিলেন তিনি। ছোট্ট অবুঝ দুটি শিশু আলী ও মাইশাও মেঝেতে পড়ে থাকা মায়ের লাশের পাশে আর্তনাদ করে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ও স্বামী আব্দুল করিমকে (৪৩) পুলিশ হেফাজতে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
সান নিউজ/এক/এস