নিজস্ব প্রতিবেদক : দেশের নদী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে শুরু করেছে। সে জন্য সারাদেশের চলাচলকারী নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এতে বলা হয়েছে, এসব নদীবন্দরকে কোনো সংকেত দেখাতে হবে না।
এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সান নিউজ/এসএ