নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন আরো ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের নিয়ে এ বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪৪ জন।
এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ২০৪, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১৫ জন।
রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৯ , সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়েছে। এদের মধ্যে সিলেটের ২৭ এবং হবিগঞ্জের ৪ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪০ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪৯৭ , সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ , হবিগঞ্জে ১ হাজার ৫৫৬ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭০৫ জন।
রোববার সকাল পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সান নিউজ/এক/এনকে