নিজস্ব প্রতিনিধি, খুলনা : ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়। যশোর মুড়রিরমোড় নামক স্থানে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে খুলনার সঙ্গে দেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়া ঢাকাগামী সুন্দরবন ও সৈয়দপুরগামী সীমান্ত ট্রেনে গন্তব্যস্থলে যাত্রা করে।
খুলনার স্টেশন মাস্টার মানিক চন্দ্র বলেন, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি যশোর মুড়রিরমোড় নামক স্থানে পৌঁছে। এ সময় হঠাৎ একটি ট্রাক রেল লাইনে উঠে আসলে সংঘর্ষ হয়। যে কারণে ট্রেন চলাচলের লাইন আটকে যায় এবং সব ধরনের ট্রেন চলাচলে বন্ধ হয়ে পরে। খুলনা থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে যায়। কাজ শেষে রাত ১টার পর ট্রেন চলাচলে স্বাভাবিক হয়।
ছয় ঘণ্টা পর খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও সৈয়দপুরগামী সীমান্ত ট্রেন গন্তব্যস্থলে যাত্রা করেছে বলে জানান তিনি।
সান নিউজ/খায়রুল/এসএম