নিজস্ব প্রতিবেদক : সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় সোহেল রানা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে শহরের আলম নগর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাভার হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর থানার বাসিন্দা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সোহেল রানা। সাভারের আলমনগর হাউজিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের চাপায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
সান নিউজ/বিএস