নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে জেলে ওয়াছেলের জালে মাছটি ধরা পড়ে।
সকালে দৌলতদিয়া মাছ বাজারের রওশন মোল্লার মাছের আড়ৎ থেকে মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে ওয়াছেল বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠালে দেখতে পাই ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ। এত বড় মাছ পেয়ে বেশ খুশি হয়েছি।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে ওয়াছেলের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ২২ হাজার ৫০০ টাকায় কিনে নিই। ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০০০ টাকা কেজিতে বিক্রির কথা চলছে বলে জানান তিনি।
সান নিউজ/এম