নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, করোনা প্রতিরোধে মাক্স, হান্ড-স্যানিটাইজার, সোলার বাতি ও প্রশিক্ষিত যুব-মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী তুলে দেন। করপাড়া ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসব সামগ্রী বিতরণকালে শিক্ষার্থীদেরকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য-সচেতন, বাল্যবিবাহ রোধে সচেতনতা ও প্রশিক্ষিত যুব-মহিলাদের নতুন নতুন পোশাক সামগ্রী তৈরী করে বাজারজাত করার বিষয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক ।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খাইরুল আনাম মোহাম্মাদ আফতাবুর রহমান হেলালী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও ডিডিএলজি) মোঃ ইলিয়াসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান, করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান, করপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আছাদ আলী, করপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহাসিন উদ্দিন, জেলা কৃষকলীগ নেতা লিয়াকত আলী খান, করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
করপাড়া ইউনিয়নে এলজিএসপির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে ওই ইউনিয়নের ২০০ কন্যা শিক্ষার্থীকে স্যানিটারী ন্যাপকিন, ৮০ শিক্ষার্থীকে মাক্স, হান্ড-স্যানিটাইজার সামগ্রী, ১০০ শিক্ষার্থীকে সোলার বাতি ও ১০ জন প্রশিক্ষিত যুব-মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়।
সান নিউজ/বিকে/এনকে/এস