সারাদেশ

সাতক্ষীরায় হাসপাতালের ভুল রিপোর্টে রোগীর অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে ইকো টেস্টের ভুল রিপোর্টে চিকিৎসা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক রোগী। এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রোগীর পিতা দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের ইজিবাইক চালক আব্দুস সাত্তার।

তিনি জানান, আমার মেয়ে আনোয়ারা পারভীন দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিল। গত ৪ অক্টোবর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আনোয়ারাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৮ অক্টোবর সাতক্ষীরা ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে অধ্যাপক ডাঃ জিকেএম শহীদুজ্জামানকে দেখানো হয়। এ সময় তিনি প্রয়োজনীয় পরামর্শ এবং কয়েকটি টেস্ট করাতে বলেন। তার কথা মত সকল টেস্টগুলো ডক্টরস ল্যাব থেকে করা হয়।

তিনি আরও জানান, টেস্টগুলোর মধ্যে ইকো টেস্ট করার কথা বলেন। ওই রিপোর্টের উপর ভিত্তি করে কর্তব্যরত ডাক্তার ঔষধ লেখেন এবং সে অনুযায়ী আমার মেয়েকে ঔষধ সেবন করানো হয়। ওই ঔষধ সেবনের পর আমার মেয়ের অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যায় এবং বাড়িতে বিছানায় ছটফট করতে থাকে। নিরুপায় হয়ে ১২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করি।

সেখানে ভর্তির পর ডক্টর’স ল্যাব এন্ড হাসপাতালের রিপোর্টগুলো ডা. কাজী আরিফ আহমেদ দেখে তিনি জানান, ‘টেস্টগুলোর মধ্যে ইকো টেস্ট প্রদান গুরুত্বর রোগীর ক্ষেত্রে দেওয়া হয়। যেহেতু এই রোগী ওই সময় এতটা গুরুতর ছিল না সেহেতু এই রিপোর্ট অনুযায়ী চিকিৎসা হলে রোগীর অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক’।

রোগীর পিতা ইজিবাইক চালক আব্দুস সাত্তার জানান, এ সময় ডা. কাজী আরিফ আহমেদ ভুল রিপোর্ট সম্পর্কে আমাকে অবহিত করেন এবং টেস্টটি পুনরায় করিয়ে দেন। এ ব্যাপারে পরবর্তীতে আমি ডক্টর’স হাসপাতালে গেলে তারা কোন কথা না শুনে উল্টা নানা ধরনের খারাপ আচরণ করে এবং কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দেয়। তিনি বলেন, ডক্টরস হাসপাতালের ভুল রিপোর্ট প্রদানে আমার মেয়ে এবং পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি’।

এ বিষয়ে কথা বলতে সাতক্ষীরা ডক্টরস ল্যাব অ্যান্ড হাসপাতালের ম্যানেজার আক্তারুল ইসলামের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো হুসাইন শাফায়াত বলেন, ‘এটি খুবই দুঃখ জনক ঘটনা। রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ম...

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

ঢাকায় আসবেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রম...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু...

চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্...

টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চায় শিক্ষার্থীরা, ক্রাফট পদোন্নতি বাতিল দাবি

ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা