নিজস্ব প্রতিনিধি, সিলেট : ৩১ ঘন্টা পর আবার বিদ্যুতের দেখা পেলেন সিলেটবাসী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর প্রায় সবক’টি এলাকায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পিডিবি সিলেট।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে শহরতলীর আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের কারণে সিলেটের প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎ সেবার আওতা থেকে বঞ্চিত হয়ে পড়েছিলেন। এতে নাগরিক জীবন যেনো থমকে দাঁড়িয়েছিল।
পানির জন্য হাহাকার শুরু হয়। বুধবার সারাদিন সুরমা তীরে এবং নগরীর বিভিন্ন পুকুর থেকে মানুষকে পানি সংগ্রহ করতে দেখা গেছে। এছাড়া মাছ ও সব্জি ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো হতাশা নেমে এসেছিল। নানা শংকায় শংকিত হয়ে পড়েছিলেন নগরবাসী।
বুধবার বিকেল সাড়ে ৪টায় জানা গেছে, কুমারগাঁও গ্রিড সাব স্টেশনের বাস বার মেরামতের কাজ শেষ হয় বিকেলে। এরপর ৫টার আগে ‘টেস্ট রান’ করা হয় এবং এতে তেমন কোন ত্রুটি ধরা না পড়ায় ৬টার দিকে ডিভিশন ১ ও ২ এর অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
সান নিউজ/এক/এনকে