নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গ্রামীন সড়ক মেরামত ও সংরক্ষণ বিষয়ক এ কর্মশালা ও অন-পেভমেন্ট রক্ষনাবেক্ষণ কার্যক্রমের উপর এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে গোপালগঞ্জ এলজিইডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক রক্ষণাবেক্ষনে নিয়োজিত এলসিএস কর্মীদের মাঝে সরঞ্জামাদি বিতরণ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ এলজিইডি-র নির্বাহী প্রকোশলী এহসানুল হক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জেলার এলজিইডিতে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন।
পরে গ্রামীন সড়ক মেরামত সংরক্ষনের সঙ্গে জড়িত ২১০ জন নারী কর্মীর মধ্যে অ্যাপ্রোন, মাস্ক, ছাতাসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসব মালামাল বিতরণ কালে গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, এসব সরঞ্জামাদি দিয়ে নারী কর্মীরা সারা বছর এলজিইডি-র রাস্তার রক্ষণাবেক্ষন এর কাজ করতে পারবেন।
ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাঃ আব্দুস সালাম বলেন, নতুন নতুন এসব সরঞ্জমাদি পেয়ে নতুন উদ্যোমে নারী কর্মীরা তাদের নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন। তাছাড়া তাদেরকে দৈনিক যে ভাতা দেয়া হয় তাতে তাদের নিজের পায়ে দাড়ানোর একটা পথ হয়েছে।
পরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর সড়কের ভেঙ্গে যাওয়া ৩০ মিটার রাস্তা যা বিভিন্ন সময়ে ভেঙ্গে গিয়েছিল সেই অংশের চলমান মেরামত কাজ পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
সান নিউজ/বিকে/এনকে