নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি) : কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে সোমবার ও মঙ্গলবার (১৬,১৭ নভেম্বর) দুই দিনব্যাপী ১০ জন উপকার ভোগীদের মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) সকালে কারিতাস উপজেলা কার্যালয়ে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মরকর্তা মো. সোলায়মান ও মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মাঝে মাশরুম স্পঞ্চ/বীজ বিতরণ করা হয়।
মাশরুম চাষ করে ঘরে বসে আয় করার সুযোগ আছে উল্লেখ করে উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার বলেন, মাশরুমকে গরিবের মাংস বলা হয়। এতে নানাবিধ পুষ্টিগুন রয়েছে। তাই পরিবারের খাওয়ার পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করা জন্য মাশরুম চাষ করার অনুরোধ জানান।
সান নিউজ/জেএম/এনকে/এস