নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩০) হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত ও ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড শেষে এই সিদ্ধান্ত দিয়েছেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বরখাস্ত এসআই আকবরকে আদালতে হাজির করা হয়েছিল। তবে তিনি আদালতে জবানবন্দী দিতে অস্বীকার করেন বলে সান নিউজকে জানিয়েছেন সিলেট পিবিআই পুলিশ সুুপার খালেদুজ জামান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১১ নভেম্বর সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে আকবরকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আওলাদ হোসেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সান নিউজ/এক/এনকে