সারাদেশ

হেফাজতে ইসলামে শফী অনুসারীদের পাল্টা কমিটি

নিজস্ব প্রতিবেদক : আবার ভাঙ্গনের কবলে হেফাজতে ইসলাম। সদ্যগঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি থেকে কিছু নেতা বাদ পড়ার পর বিকল্প হেফাজতে ইসলামের ডাক দিয়েছে আল্লামা আহমদ শফী অনুসারী দাবি করা একটি অংশ।

এরই মধ্যে বৈঠক করে বিকল্প হেফাজতে ইসলামের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এদিকে বিকল্প হেফাজতে ইসলাম গঠন নিয়ে চিন্তিত নয় হেফাজতে ইসলামের বর্তমান কমিটি জানালেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ‘কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার কিছু নেই। করারও কিছু নেই।’

বিকল্প হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত ও সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের যে কমিটি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন হেফাজতে ইসলামের সাধারণ নেতা-কর্মীরা। তাই ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে আসল হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হবে। এরই মধ্যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।’

জানা যায়, গত রবিবার দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যাতে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির ও মাওলানা নুর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলে দাওয়াত না দেওয়ায় নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন হেফাজতে ইসলাম গড়ার ঘোষণা দেয় আরেকটি অংশ।

যারা নিজেদের আল্লামা আহমদ শফীর অনুসারী দাবি করছে। রবিবার রাতে ও সোমবার দফায় দফায় বৈঠক করেন হেফাজতের পদবঞ্চিতরা। ঢাকায় বৈঠকে বিকল্প হেফাজতে ইসলামের একটি রূপরেখাও তৈরি করা হয়। যাতে আমির ও মহাসচিব হিসেবে আলোচনায় এসেছে একাধিক আলেমের নাম।

যার মধ্যে আমির হিসেবে আলোচনায় রয়েছেন বেফাকের বর্তমান ভারপ্রাপ্ত আমির আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ওয়াক্কাস, বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন চরমোনাই পীরের ভাই মুফতি ফয়জুল করীম, ইসলামী ঐক্যজোটের বর্তমান মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

হেফাজতে ইসলামের নতুন এ প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত এক নেতা বলেন, ‘হেফাজতে ইসলামের ত্যাগী নেতাদের নিয়ে নতুন হেফাজতে ইসলাম গঠিত হবে। এরই মধ্যে দেশের প্রবীণ আলেমরা একাত্মতা প্রকাশ করেছেন নতুন প্ল্যাটফরমের সঙ্গে। সদ্য-ঘোষিত কমিটির অনেকেই নতুন প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা