এনামুল কবির, সিলেট থেকে : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা সিলেট অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
মঙ্গলবার ( ১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট। তাক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভি গ্রীড বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা সিলেট অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তারা।
সান নিউজ/এসএ