নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : “আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে ব্যালটের মাধ্যমে এককভাবে সরকার গঠন করবে। আর এই সরকার গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হবে।” খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে সাতক্ষীরা জেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা এসব কথা বলেন।
জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু।
মতবিনিময় সভায় উদ্বোধনি বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম, লিয়াকত হোসেন চাকলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় তৃণমূল দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সান নিউজ/এমআই/এনকে