সারাদেশ

বরিশালে প্রতারণা মামলায় ভুয়া আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কানিজ জোহরা নামে এক ভুয়া আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাকে কোর্টে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর পরেশ সাগর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস।

গত ২৫ সেপ্টেম্বর বরিশাল নগরীর সিএন্ডবি রোডের বাসিন্দা কানিজ জোহরার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলাটি দায়ের করেন রূপাতলী বসুন্ধরা হাউজিং এর বাসিন্দা নাসরিন আখতার।

মামলার এজাহারে নাসরিন আখতার বলেন, একবছর পূর্বে বরিশালগামী সুন্দরবন-১১ লঞ্চে আমাদের দুজনের মধ্যে পরিচয় হয়। এ সময় কানিজ জোহরা নিজেকে হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে তার কোন বোন নেই জানিয়ে আমাকে বোন বলে সম্বোধন করে এবং মোবাইল নম্বর নিয়ে যায়। এরপর থেকে প্রায় সময় ফোনে যোগাযোগ রাখতো। একপর্যায়ে বরিশালে আমার বাসায় আশা যাওয়া শুরু করে এবং ব্যবসার প্রলোভন দেখায়। এরই মধ্যে আমার অগোচরে আমার নামের অগ্রণী ব্যাংকের একটি চেক নিয়ে যায় কানিজ (যার হিসাব নম্বর ০২০০০০৪০৪১৯৪৫, চেক নম্বর-০২৩৮৬৫৬)। ওই চেক ফেরত চাইলে সে জানায়- ব্যবসায়ীক চুক্তি হবে তাই ৪টি স্ট্যাম্পে আমার স্বাক্ষর লাগবে। পরে কানিজ আমার সন্তানদের ক্ষতি করার হুমকি দিয়ে সাদা স্টাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে চেক ফেরত চাইলে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়।

এদিকে, গত ৩ সেপ্টেম্বর একটি সিআর মামলায় জামিন করিয়ে দেয়ার কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন সময় ৭ লাখ টাকা নিয়ে যায়। কিন্তু ৭ সেপ্টেম্বর মামলার তারিখের দিন আদালতে না আসায় বুঝতে পারি সে আইনজীবী নয়। পরে জানতে পারি কানিজ আইনজীবী পরিচয় দানকারী প্রতারক এবং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্ন জায়গায় নিজেকে নিলয়, কোথাও কানিজ, কোথাও সুরমা, কোথাও রতনা, তমা পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে।

বিভিন্ন পুরুষদের সঙ্গে সু-সম্পর্ক তৈরি করে কৌশলে ডেকে বিবস্ত্র করে অর্থ দাবি করে, অন্যথায় সেসব ছবি ভাইরাল করার হুমকি দেয়। এরআগে ঢাকার আদালতে দায়ের করা একটি মামলায় কয়েকমাস জেল খাটে আইনজীবী পরিচয়দানকারী এই প্রতারক নারী।

আসামি কানিজ জোহরাকে গ্রেফতারকারী বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস বলেন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করার পর শনিবার সন্ধ্যায় পরেশ সাগর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কানিজ জোহরা যে আইনজীবী নন, তা পুলিশের কাছে স্বীকার করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসাইন বলেন, কানিজ জোহরা কোন আইনজীবী নন, অথচ তিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে আসছিলেন। এভাবে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জীবনের গল্পে ফিরতে চান সোহাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার...

গঙ্গাচড়ায় বিএনপির ত্রাণ বিতরণ

রংপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে...

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএন...

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্র...

আজ থেকে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শপিং মল তথা সুপার শপগুলোতে এবং ১ ন...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার...

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

বন্দরে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক : দেশের ৪ সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয়...

আমাকে বয়কট করুন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সোহানা সাবা। &l...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আশপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা