নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমেদের মাকে ৫০ হাজার টাকা দিয়েছে জেলা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই টাকা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
জানা গেছে, দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন রায়হানের মা সালমা বেগম। এসময় তার সাথে ছিলেন রায়হানের পরিবারের আরও দুই সদস্য। রায়হানের মা তার সন্তান হত্যা মামলার প্রধান অভিযুক্ত পলাতক আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাতকালে রায়হান হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে বলেও সালমা বেগমকে আশ্বস্ত করেন সিলেটের পুলিশ সুপার। এসময় তিনি রায়হানের শিশু সন্তানের জন্যও কিছু উপহারসামগ্রী প্রদান করেন।
এ সময় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এক/এস