নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তাদের অধীনে নির্বাচনের কোন পরিবেশ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি উপ-নির্বাচনে অংশ গ্রহণ নিচ্ছে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি, পুনরায় আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। ঢাকার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে।
তিনি রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে ভোট ডাকাতি, বাসে অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা দিলোয়ার হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যোগাযোগ সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি ও যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম প্রমুখ।
সান নিউজ/এক/এনকে/এস