নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জের উপ-নির্বাচনে ভোট জালিয়াতি করে ফলাফল ঘোষণা ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গণ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি। পৃথক আয়োজনে রোববার (১৫ নভেম্বর) দুপুরে এই কর্মসূচি পালন করে মহানগর এবং জেলা বিএনপি।
এর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি ও অশ্বিনী কুমার হলের সামনে একই সময়ে কর্মসূচি চালিয়ে যান নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক । বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, মহিলা দলের নেত্রী তাছলিমা কালাম পলি, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন।
অপরদিকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খাঁন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মন্টু খাঁ, বানারীপাড়া বিএনপির সম্পাদক রিয়াজ মৃধা, উজিরপুর বিএনপির সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, এ্যাড, নুরুল আলম রাজু, আলহাজ্ব নুরুল আমিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আতাউর রহমান আউয়াল প্রমূখ।
সমাবেশে বক্তারা ভোটে কারচুপি বাদ দিয়ে পুনরায় স্বচ্ছ ভোট প্রদান এবং হয়রানিমূলক মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।
সান নিউজ/এমএইচ/এনকে/এস