নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে খুলনা থেকে স্থান পেয়েছেন এক নারীসহ চার নেতা। খুলনায় যুবলীগের মধ্যে বইছে আনন্দ ও উৎসবের জোয়ার। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন শুভাকাঙ্খীরা।
কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া চার নেতা হচ্ছেন খুলনা সদর, লবণচরা থানা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার।
২০১ সদস্যের কমিটিতে পদ পাওয়া চার নেতার মধ্যে প্রেসিডিয়াম সদস্য পদ পেয়েছেন খুলনা সদরের শেখ সোহেল উদ্দিন। যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র। নির্বাহী সদস্য পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা চৈতালী হালদার চৈতী।
তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার সন্তান। সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কী দেয়াড়া গ্রামের সন্তান মোঃ নুর আলম মিয়া।তিনি ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য।এবং লবণচরা থানার মোক্তার আলী লেনের বাসিন্দা ও গাড়ির ব্যবসায়ী এস এম রাজু।
শনিবার (১৪ নভেম্বর) রাতে নির্বাহী সদস্য চৈতালী হালদার চৈতী মুঠো ফোনে জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাকে যোগ্য মনে করে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে নারীদের মূল্যায়ন করা হয়েছে। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অপর নির্বাহী সদস্য মোঃ নুর আলম মিয়া ও এস এম রাজু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে পদে রেখেছেন। তারা পদের মর্যাদা রক্ষায় আগামীতে যুবলীগকে আরো শক্তিশালী ও বেগবান করে তুলবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি খুলনার মানুষের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগীতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, কংগ্রেসের প্রায় এক বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সান নিউজ/কেএ/এনকে/এস