নিজস্ব প্রতিনিধি, ভোলা : করোনাভাইরাস প্রতিরোধে ভোলায় সচেতনতামূলক লিফলেট-মাক্স বিতরণ করেছে ইনহ্যান্স ডেভেলপমেন্ট হেল্পিং অর্গানাইজেশন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট ও মাক্স বিতরণ করে সংগঠণটি।
এসময় উপস্থিত ছিলেন, ইনহ্যান্স ডেভেলপমেন্ট হেল্পিং অর্গানাইজেশন, ভোলার সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মানছুর আলম, সদস্য মোঃ আজাদ, ফারজানা রম্পা, সুমাইয়া প্রমুখ।
লিফলেট বিতরণকালে তারা বলেন, করোনাকালীন সময়ে ইনহ্যান্স ডেভেলপমেন্ট হেল্পিং অর্গানাইজেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছি। আমাদের এই লিফলেটে করোনাভাইরাসের লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেছি।
সান নিউজ/আইআর/এনকে