নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে টেলিভিশন সার্ভিসিংয়ের একটি দোকান পুড়ে গেছে। তবে রক্ষা পেয়েছে আশপাশের কমপক্ষে দশটি দোকান। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বরিশালের উপ-পরিচালক ফারুক হোসেন।
তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর হাসপাতাল রোডের গুপ্ত কর্নার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সব দোকানপাট বন্ধ ছিল। হঠাৎ করে পার্শ্ববর্তী চায়ের দোকানদার টিভি সার্ভিসিং এর দোকানটির ভেতর থেকে শব্দ শুনতে পায় এবং অল্প সময়ের মধ্যে ঐ দোকান থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়।
এ অবস্থায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
সান নিউজ/এমএইচ/এস