সারাদেশ

চট্টগ্রামে বন্ধুর বিরুদ্ধে বন্ধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চন্দনাইশে সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪) নামে এক যুবককে বাসায় দুপুরের খাবার খাইয়ে রাতে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর সাজ্জাদের বন্ধু রবিউল ইসলাম পালিয়ে যায়। তাকে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সাজ্জাদকে দোহাজারী গ্রিন আবাসিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, পথেই মৃত্যু হয় সাজ্জাদের।

সাজ্জাদের বাবার নাম কফিল উদ্দীন (মৃত)। তিনি চন্দনাইশের দোহাজারী পৌরসভার বোটঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। ঘাতক রবিউলের বাবার নাম ইসলাম মিয়া (মৃত)। তারা সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সাজ্জাদ কয়েকজন বন্ধুসহ তার বন্ধু রবিউল ইসলামের বাড়িতে যান। দুপুরে তারা সবাই রবিউলের বাসায় খাওয়া দাওয়া করেন। রাত সাড়ে আটটার দিকে সাজ্জাদ তার কয়েকজন বন্ধুসহ বিওসির মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় রবিউল সেখানে এসে কোনো কথা না বলেই সাজ্জাদের বুকে ছুরিকাঘাত করে।

পুলিশ আরও জানায়, সাজ্জাদের সঙ্গে থাকা বন্ধুরা এ সময় রবিউলকে ধরে মারধর শুরু করেন। এক পর্যায়ে কৌশলে পালিয়ে যায় রবিউল। পরে সাজ্জাদকে তার বন্ধু ও স্থানীয় লোকজন দোহাজারী গ্রিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সাজ্জাদের মৃত্যু হয়।

দোহাজারী গ্রিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছোটন ধর জানান, সাজ্জাদকে তাদের হাসপাতলে মুমূর্ষু অবস্থায় আনা হয়। বুকে ছুরিকাঘাতে গভীর ক্ষত হয়েছিল। তার ফুসফুসে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাজ্জাদকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ছোটন বলেন, ‘শুনেছি সে চট্টগ্রাম পৌঁছার আগে মারা গেছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সাজ্জাদ এবং রবিউল বন্ধু ছিল। তাদের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল, তা জানা যায়নি। প্রাথমিকভাবে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিউল পলাতক। তাকে পুলিশ খুঁজছে। এ ঘটনায় মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জীবনের গল্পে ফিরতে চান সোহাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার...

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএন...

গঙ্গাচড়ায় বিএনপির ত্রাণ বিতরণ

রংপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে...

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্র...

আজ থেকে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শপিং মল তথা সুপার শপগুলোতে এবং ১ ন...

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

বন্দরে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক : দেশের ৪ সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয়...

আমাকে বয়কট করুন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সোহানা সাবা। &l...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আশপ...

ডা. জুবাইদার সাজা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা