নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ বলেছেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। কোন অবস্থাতেই মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা পার পাবেনা। এ ব্যাপারে পুলিশসহ গোয়েন্দা বাহিনীকে অত্যন্ত সচেতনভাবে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসএমপির গোয়েন্দা বিভাগের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি মহানগর গোয়েন্দা বিভাগের মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি ও কার্যকর অভিযানের জন্য বিশেষ নির্দেশনাও দিয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগের সব কাজ স্বচ্ছতা ও জাবাবদিহিতার সাথে পালনের জন্য নিশারুল আরিফ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ।
সান নিউজ/এক/এস