নিজস্ব প্রতিনিধি, নাটোর : করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে নাটোরে প্রচারাভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
রোববার (১২ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এ অভিযান। এসময় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই প্রচার অভিযানে অংশ নেন।
এসময় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য আমরা প্রচার অভিযান শুরু করেছি। আগামী রোববার থেকে শতভাগ মাস্ক পরিধানের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ মাস্ক ছাড়া বাহিরে বের হলে সংক্রমন আইনে তার জেল-জরিমানা করা হবে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, “গাড়ী চালক, চালকের সহকারী এবং যাত্রীরা মাস্ক না পড়লে কোন গাড়ী শহরে প্রবেশ করতে দেয়া হবে না। আমরা শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে চাই।”
প্রচার অভিযানে প্রধান অতিথি শফিকুল ইসলাম শিমুল বলেন, “নাটোরের জেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিকরা মিলে আমরা করোনার প্রথম ধাপ মোকাবেলা করেছি। অনেক দেশ যখন দ্বিতীয় ধাপ মোকাবেলা করার প্রস্তুতি গ্রহন করেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী সকল প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা সকলে মিলে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করবো।”
পরে প্রচারাভিযান থেকে বিভিন্ন যানবাহনের যাত্রী, পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
সান নিউজ/এআই/এস