সারাদেশ

১২ নভেম্বর উপকূল দিবসের দাবিতে ভোলায় মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে স্বীকৃতির দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও উপকূল ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

১৯৭০ সালের ১২ই নভেম্বর ভোলাসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় গোর্কি আঘাতে প্রায় ৫ লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। প্রলয়ংকারী এই ঘূর্নিঝড় স্মরণে এ দিবসের প্রস্তাব করা হয়েছে। এদিকে দিবসটি স্বরণে ভোলা প্রেস ক্লাব এর আয়োজনে ভয়াল ১২ নভেম্বর স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

এসময় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ই নভেম্বর উপকূলীয় আঘাত হাতে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ ‘ঘুর্ণিজড় গোর্কি’। এজন্য উপকূলবাসীর কাছে সবচেয়ে বেশি স্মরণীয় ১৯৭০ সালের ১২ নভেম্বর। এ ঝড়ের কারণে ৫ লাখ মানুষ প্রাণ হারায়। এছাড়াও কয়েক লক্ষ গবাদি পশু মারা যায়। এই দিনটিকে স্মরণ করে উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং উপকলের মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি আদায়ে উপকূলের জন্য একটি বিশেষ দিন অপরিহার্য।

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী জলবায়ূ পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলের নতুন নতুন দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতেও একটি দিবসের প্রয়োজনীয়তা অনেক বেশি। উপকূলের মানুষের অধিকার, ন্যায্যতার দাবিতে ‘উপকূল দিবস’ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিটিভি জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, ইন্ডিপেডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন সুলতান, বাসস জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান নিরব মোল্লা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ আফজাল হোসেন, এসএ টিভি এডভোকেট সাহাদাত শাহিন দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, প্রভাষক বিপ্লব পাল কানাই, যায়যায়দিন জেলা প্রতিনিধি মোঃ ফয়েজ উল্লাহ, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচএম নাহিদ। উপকূল ফাউন্ডেশন ভোলা জেলা সমন্বয়কারী এম শাহরিয়ার জিলন ও ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চালনায়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘উপকূল ফাউন্ডেশন’ এর সমন্বয়কাররী এম মইনুল এহসান ও ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর সদস্য আবদুল্লাহ আল নোমান। এসময় উপকূল ফাউন্ডেশনের সদস্য তামিম, অভি, আরিয়ান আরিফ, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর সদস্য ইমতিয়াজুর রহমান, ফাহাদ রাবিদ, রিফাত হাওলাদারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, ভোলা প্রেসক্লাবে ভয়াল ১২ই নভেম্বর উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, প্রবীন সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, বাসস জেলা প্রতিনিধি মাহাবুবুল আলম নিরব প্রমুখ। এসময় তারা ৭০’র ১২ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এছাড়াও সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলোকিত নাগরিক ও সুস্থ সমাজের লক্ষ্যে উদ্যোগ এর আয়োজনে বেদনার ভয়াল ১২ নভেম্বর ১৯৭০ এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক,গেস্ট অব অনার জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিম টুলু। অনুষ্ঠানে সভাপত্বি করবেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

সান নিউজ/ইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা