নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৮টায় যুবলীগের বোয়ালমারী উপজেলা শাখার একাংশের আহবায়ক এবং চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটুর সোনালী ব্যাংকের নিচ তলায় অবস্থিত অফিস কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শরীফ মো. সেলিমুজ্জামান লিটু।
এ সময় উপজেলা, পৌরসভা ও দশটি ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস মো. রাহাদুল আখতার তপন, উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ, পৌর যুবলীগের সদস্য সৈয়দ তারেক মো. আব্দুল্লাহ, রূপাপাত ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশিকুজ্জামান খান রাতুল, বোয়ালমারী পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ মুর্তজা তমাল, ছাত্রলীগ নেতা সোহরাব, রাজিব, ফাহিম, সোহান, সৌরভ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ লিটু বলেন, আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলতে এবং এবং যুব সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালে যুবলীগের জন্ম হয়।
সান নিউজ/কেএস/এস