জেলা প্রতিনিধি, রাজবাড়ী :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় অসংখ্য যানরবাহন আটকা পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড় ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়াল রয়েছে।
দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোসল, খাবার, বাথরুম পর্যন্ত করতে পারছেন না তারা।
ট্রাক চালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা নতুন নয়, বহুদিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রিজ নির্মাণ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বাড়লে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই।
বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে। তবে নদীর পানি কমার কারণে ৬ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।
সান নিউজ/বিএস