নিজস্ব প্রতিনিধি, ব্রাক্ষণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাল বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় মনাব্বির আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনাব্বির আহমেদ আলিয়ারা গ্রামের শিব্বির আহমেদের ছেলে।
মনাব্বির আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। এ ছাড়াও তিনি সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা এবং একুশে সৃজন ও দশ দিগন্ত নামে একটি সাপ্তাহিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের ওসমান, মজনু ও মিল্লাত একটি সরকারি খালে বাঁধ করলে জলাবদ্ধতায় মানুষের চলাচলে সমস্যা হয়। এর প্রতিবাদ করেন মনাব্বির।
পরে এলাকায় বিষয়টির নিষ্পত্তি হয়। সোমবার বিকেলে ওসমানসহ তার ১০-১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে মনাব্বিরের ওপর হামলা করে। গুরতর আহত মনাব্বিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মনাব্বিরকে বাঁচাতে আসলে আরও তিনজন আহত হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতরা হলেন- ফাইজুল (৩৫), সুমন (৩৪) ও নিহতের ভাই তন্ময় (১৭)।
নাসিরনগর থানার পরিদর্শক মো. কবির হোসেন জানান, খালে বাঁধ দেওয়ার প্রতিবাদ করায় মনাব্বিরকে পিটিয়ে হত্যা করেছে ওসমানসহ কয়েকজন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সান নিউজ/এসএ