নিজস্ব প্রতিনিধি, যশোর :
যশোরের শার্শার বাগআঁচড়ায় বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিশা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগআঁচড়া গালর্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস বলেন, বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রী তিশা ঘটনাস্থলেই মারা গেছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এসএম