নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্তে গ্রেফতার হওয়া পুলিশের সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়। এসময় পুরো বন্দরবাজার এলাকায় হাজার হাজার মানুষ শ্লোগান দিয়েছেন আকবরের ফাঁসি চেয়ে।
এর আগে দুপুর দেড়টার দিকে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায় আকবরকে বাঁধতে বাঁধতে জিজ্ঞাসাবাদ করছে একদল যুবক। তাদেরকে দেখে ও তাদের ভাষা শুনে ভারতীয় খাসিয়া বলেই ধারণা সবার। সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. লুৎফর রহমান কানাইঘাট সীমান্ত থেকে আকবররকে গ্রেফতার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে ১১ অক্টোবর সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেন আখালিয়া নেহারীপাড়ার যুবক রায়হান আহমদ (৩৪)। আকবর ও তার বাহিনী প্রথমে গণপিঠুনিতে ছিনতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চেয়েছিল।
২৬ দিন পালিয়ে থাকার পর হত্যাকান্ডের ২৮ দিনের মাথায় আকবরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সান নিউজ/এক/এস