নিজস্ব প্রতিনিধি, খুলনা :
করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে খুলনায় কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়ায় অর্ধশত ব্যক্তিকে আটক ও ৮ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয়া হবে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল, কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত।
সান নিউজ/বিএস