সারাদেশ

ফরিদপুর কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর বর্ধিত পৌর এলাকা গুহলক্ষ্মিপুর ১৭নং ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে। গত চারদিন যাবত শহরের অম্বিকাপুর কবি জসিমউদ্দিনের বাড়ী থেকে চুনাঘাটা পর্যন্ত সড়কের গুহলক্ষ্মিপুর এলাকায় কুমার নদের বেড়ি বাঁধের ৩শ মিটার অংশ ডেবে যাওয়া শুরু করে। স্থানীয় জনগণ ভাঙ্গনের দুই পাশে সর্তকতামূলক লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

সোমবার সকালে ডেবে যাওয়া অংশ আরো ধসে গেছে। ফলে ওই সড়ক দিয়ে মাঝারি যানচলাচল বন্ধ হয়ে গেছে, রিক্সা-ভ্যান, মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলছে। এছাড়াও ধসে যাওয়া এলাকার বসবাসকারিও হুমকির মুখে রয়েছে। বাঁধের পাশেই কিছু ঘরবাড়ি আছে তারা কোথাও যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই ওই স্থানে থাকছেন।

এলাকাবাসির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কুমার নদটি পুন:খননের পর থেকেই ঝুঁকির মধ্যে পড়ে বাঁধটি। এই বাঁধের উপর দিয়ে প্রতিদিন মানুষজন যাতায়াত করে। সম্প্রতি নদের পানি কমতে শুরু করার পরে সড়কে বিভিন্ন স্থানে ডেবে যেতে শুরু করে। সোমবার পর্যন্ত অনেকটাই দেবে গিয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতি মুখে পড়বে বসতবাড়ি। বন্ধ হয়ে যাবে চলাচলের এই সড়কটি।

এলাকার বাসিন্দা সজিব সিংহ জানান, এখানে প্রতিদিনই একটু একটু করে দেবে যাচ্ছে। প্রথম দিন ফাটল দেখা গেছে, দ্বিতীয় দিন ২/৩ ইঞ্চি দেবে গেছে এখন প্রায় দুই ফুট পর্যন্ত দেবে গেছে। এখন পর্যন্ত এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি কোনো কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নিলে ক্ষতির পরিমান কম হবে।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ধসে যাওয়া অংশটি আমরা পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি বলেন, সড়কটি কারপেটিং এর কাজ করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

শপথ নিলেন সিইসি ও কমিশনার

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

পর্তুগাল সফরে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র বিষয়ক...

বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্...

প্রেস ক্লাবে ছাড়লেন রিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আ...

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই 

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা