সারাদেশ

ফরিদপুরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রভাবশালী বড় ভাইয়ের কবল থেকে বসত-বাড়ি রক্ষায় নিজের স্ত্রী-সন্তান নিয়ে রাজপথে নেমেছেন এক অসহায় ছোট ভাই। সরকারী বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাঁড়িয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ছোট ভাই হুমায়ুন কবির মিয়া। পরে পারিবারিক মানববন্ধনে অংশ নেন। উপজেলার চতুল গ্রাম নিবাসী ছোট ভাই হুমায়ন কবির মিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, নিজেদের বসত বাড়িতে পৈতৃক সূত্রে ৭ শতাংশ জমি পেয়েছেন তিনি। ঐ জমিতে একটি টিনশেড ওয়ালের পাকা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন।

কিন্তু ঐ জমি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করছেন তারই আপন বড় ভাই ডাঃ গোলাম কবির। ঐ জায়গায় একটি নার্সিং হোস্টেল নির্মাণের নামে ছোট ভাই হুমায়ন কবিরকে সরিয়ে দেয়ার পায়তারা করছেন উপজেলার পৌর সদরে অবস্থিত ডাঃ গোলাম কবির নার্সিং ইনিষ্টিটিউটের কর্ণধার ডাঃ গোলাম কবির।

হুমায়ুন অভিযোগ করেন, তাকে উচ্ছেদের লক্ষে তার পরিবারের উপর নানাভাবে নিপীড়ন চালাচ্ছে গোলাম কবির। স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ তাকে গালি-গালাজ, মারধর, হুমকি-ধমকী, ঘর-বাড়ি ভাংচুরসহ বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে গোলাম কবির ও তার সহযোগীরা। মানববন্ধনে হুমায়নের স্ত্রী ফরিদা অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর তারা বাড়িতে ছিলেন না। এ সুযোগে ডাঃ কবির বহিরাগত লোকজন নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

দূর্বৃত্তরা তার ঘরের আসবাবপত্র ভাংচুর সহ কয়েকটি দরজা-জানালা খুলে নিয়ে যায়। লুট করে নেয় স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান মালামাল। ফরিদা জানান, গোলাম কবির অনেক বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেন না। ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ ফরিদার।

এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ গোলাম কবির বলেন, ঐ জমি হুমায়ন আমার কাছে বিক্রি করেছে। বাড়ির পাশে অন্য একটা জমিতে ওর বাড়ি করার কথা ছিলো। কিন্তু ও সেটা মানছে না।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা