নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মদনগঞ্জে অবস্থিত সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফখরুদ্দিন ভূঁইয়া জানান, গ্যাস লিকেজ থেকে মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার একটি অংশে আগুন লাগে। প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নি নির্বাপণ কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে ৬ জন দগ্ধ ও দুইজন আহত হন। দগ্ধ ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ‘দুপুরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি আগুন নিভে গেছে। তবে আগুনে পোড়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’
সান নিউজ/পিডিকে