নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল কমিটি। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) নগরীর বিবির পুকুর পাড়ে দিবসটি পালিত হয়। আয়োজনের মধ্যে ছিল জনসমাবেশ, আলোচনা সভা ও লাল পতাকা মিছিল।
বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় বরিশালেও চলমান কয়েকটি কারখানা বন্ধ হওয়াতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের রোজগারের পথ খোলা রাখতে সরকার বা বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে কোন সমাধান পায়নি কর্মহারা শ্রমিকরা। এতেই প্রমাণিত হয় এসব দলে শ্রমিকদের প্রয়োজন নেই।
এজন্য বাসদ শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হলেই দেশ ভালো চলবে। অন্যথায় এক শ্রেণীর মানুষ অর্থবিত্তে তরতাজা হবে, বিপরীতে গরিব শ্রেণী আরও গরিব হবে।
সান নিউজ/এমএইচ/এনকে/এস