নিজস্ব প্রতিনিধি, ভোলা : সারাদেশে ধর্মীয় সংখ্যালঘূ সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় ‘‘সাম্প্রদায়িকতা রুখো-বীর বাঙ্গালী জাগো’’ এ শ্লোগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভোলা শাখার আয়োজনে শনিবার দুপুরে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলার সভাপতি অবিনাশ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ। এসময় আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলার সদস্য সচিব ধ্রুব হাওলাদার, সদস্য শিবু কর্মকার, গোপাল সাহা প্রমূখ।
এসময় বক্তারা সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার জন্য সরকারের কাছে দাবি করেন।
ভিডিও...
ভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা ও মানববন্ধনভোলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা ও মানববন্ধন #ভোলা #হিন্দু
Posted by Sunnews24x7 on Saturday, November 7, 2020
সান নিউজ/আইআর/এনকে/এস