নিজস্ব প্রতিনিধি, সিলেট : স্ত্রীর পর এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ করোনা পজেটিভ। বর্তমানে তারা রাজধানীর বাসায় চিকিৎসা নিচ্ছেন। দুজনেরই শারীরিক অবস্থা ভালো।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়। আজ (বৃহস্পতিবার) পরীক্ষার ফলাফলে রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রীর স্ত্রী অধ্যাপক নাসরিন আহমেদের পজিটিভ রিপোর্ট এসেছে আরও ৪দিন আগে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য।
সান নিউজ/এক/এনকে/এস