সারাদেশ
রক্ষক যখন ভক্ষক

৪৫ বছরের চেয়ারম্যানের বাল্য বিবাহ, প্রশাসন নির্বিকার

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : এ‌কের পর এক কান্ড ঘ‌টি‌য়ে ব‌্যাপক সমা‌লোচনার মু‌খে প‌ড়ে‌ছেন কুড়িগ্রামের উ‌লিপুর উপ‌জেলার বুড়াবুড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার। গত রোববার (১ ন‌ভেম্বর) একই ইউ‌নিয়‌নের দোলন গ্রামের ৯ম শ্রেণী পড়ুয়া এক কি‌শোরীকে বি‌য়ে ক‌রে চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি ক‌রেন তি‌নি। ৪৫ বছ‌রের চেয়ারম‌্যা‌নের সা‌থে ৯ম শ্রেণী পড়ুয়া কি‌শোরীর বাল‌্য বি‌য়ের খবরটি বি‌ভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে গুরুত্ব দিয়ে প্রকাশ হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে।

এ সমালোচনা ঢাকতে গি‌য়ে ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব জা‌লিয়া‌তির মাধ‌্যমে তার সদ‌্য বিবাহিত স্ত্রীর বয়স পিএসসি সন‌দপত্রে বয়স বা‌ড়ি‌য়ে তার প‌ক্ষের লোকজন দি‌য়ে বি‌য়ে‌টি বাল‌্যবি‌য়ে নয় ব‌লে প্রচারণা চালান। অনুসন্ধা‌নে ওই কি‌শোরীর প্রাথ‌মিক সমাপ‌নি প‌রিক্ষা (‌পিএস‌সি) ও জু‌নিয়র স্কুল সা‌র্টি‌ফি‌কেট (‌জেএস‌সি) সনদপত্র হা‌তে পাওয়ার পর জা‌লিয়া‌তির বিষয়‌টি উ‌ঠে আ‌সে।

পিএসসি ও জেএসসি সনদপত্রে ওই কি‌শোরীর জন্ম তারিখ ২৩-০৯-২০০৩ ইং উল্লেখ রয়েছে। ‌সে হি‌সে‌বে তার বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ১২ দিন। চেয়ারম‌্যা‌নের এমন অ‌ভিনব প্রতারণার বিষয়‌টি ফাঁস হ‌লে নতুন ক‌রে সমালোচনার মু‌খে প‌ড়েন তি‌নি। আইনের চোখ ফাঁ‌কি দি‌য়ে একজন ইউ‌পি চেয়ারম‌্যা‌ন বাল‌্য বিয়ে কর‌লেও প্রশাসনের নির্বিকার ভূমিকা নি‌য়ে জনমনে ‌মিশ্র প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য, উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধি ওসমান গ‌নি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণী পড়ুয়া বকসীগঞ্জ রা‌জি‌বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্নিতা ওসমান ব‌র্নির সঙ্গে অ‌বৈধ সম্পর্ক গড়ে উ‌ঠে সাতভিটা গ্রামের আবদুল জলিলের পুত্র ইউ‌পি চেয়ারম্যান আবু তালেবের। এরপর হতদ‌রিদ্র ওই শিক্ষার্থীর পরিবারটিকে নানাভা‌বে আর্থিক সহায়তার প্রলোভন দেখাতে থাকেন।

এরই এক পর্যায়ে গত রোববার (১ ন‌ভেম্বর) রাতে মেয়েটির পরিবারের লোকজন ৬ লাখ টাকা দেন‌মোহ‌র ধার্য ক‌রে চেয়ারম্যানের সঙ্গে বি‌য়ে দেন। ত‌বে ব্যক্তিগত জীবনে ওই ইউপি চেয়ারম্যানের এক স্ত্রী ও কলেজ পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে। ৪৫ বছ‌রের ইউ‌পি চেয়ারম‌্যা‌নের সঙ্গে ৯ম শ্রেণী পড়ুয়া‌ কিশোরীর বাল‌্যবি‌য়ের খবরটি বি‌ভিন্ন প‌ত্রিকায় প্রকাশ হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে বুড়াবুড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার মুঠোফোনে জানান, বিয়ের মজলিসে মেয়ের পরিবার পিএসসি‘র ওই সনদটি দেখিয়েছেন। তাৎক্ষনিক এর সত্যতা যাচাই করার সুযোগ না থাকায় বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এ সনদ তারা কোথায় পেয়েছে তা আমি জানি না।

ভূয়া সনদের লিপিকার জোবাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন সহকারি শিক্ষক মেহেরুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। আমি কিছু জানি না।

তৎকালীন প্রধান শিক্ষক প্রবীর কুমার রায়ের সঙ্গে ভূয়া সনদের ব্যাপারে কথা হলে তিনি বলেন, ডিআর অনুযায়ী ওই শিক্ষার্থীর পিএসসি সনদ প্রদান করা হয়। তবে কিভাবে এমনটা হলো বুঝতে পারছি না। তদন্ত করলে সত্যতা বেড়িয়ে আসবে।

কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, এটা ফৌজদারী অপরাধ। যেহেতু ঘটনার সময় ভ্রাম্যমান করার সুযোগ ছিল না, তবে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের সুযোগ রয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি গার্...

জাতীয় কন্যা শিশু দিবস

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

দ্রুত সংস্কার শেষে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আমাদের দায়িত্ব যত দ্রুত সম্ভব সংস্কার কাজ...

চাকরির বয়সসীমা দাবির বিষয়ে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিতে বয়সস...

ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অ...

আগুনে পুড়ে একই পরিবারের মৃত্যু ৬

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে...

সিদ্ধিরগঞ্জে মিলল তরুণ-তরুণীর লাশ

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর লাশ উদ...

আজ থেকে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শপিং মল তথা সুপার শপগুলোতে এবং ১ ন...

সাবেক সংসদ সদস্য জ্যাকব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ৮০ 

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসে দিনে সারা দেশে ডেঙ্গুতে আক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা