নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে তিন ফামের্সীকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত মা ফার্মেসীকে ৪০ হাজার, ইসলামিয়া ফামের্সীকে ৩০ হাজার, উচাইল ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হবিগঞ্জ সদর থানার একটি টিম এই অভিযানে সহায়তা করে।
হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় এসব ফামের্সীকে জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিক্রয় করার জন্য রাখা মা ফামের্সী থেকে ১০ পিচ ও ইসলামীয়া ফামের্সী থেকে ৩ পিচ পেথিডিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, প্যাথিডিন বিক্রয় করার জন্য তারা মাদ্রকদ্রব্য থেকে কোন অনুমতি নেইনি। জনর্স্বাথে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সান নিউজ/এফসি/এনকে/এস