মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে শ্বশুরবাড়িতে আবির হোসেন বাবু হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) অপরাহ্নে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের আমলী আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয় সাবিনা ইয়াসমিন। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরশাদ আলী আমিনের বিধবা মেয়ে ও দুই সন্তানের জননী।
প্রায় ৬-৭ মাস পূর্বে পার্শ্ববর্তী নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে আবির হোসেন বাবুর সাথে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয়। পারিবারিক বিবাদের কারণে গত কয়েকদিন যাবৎ তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা চলছিল।
এর মধ্যেই মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে স্থানীয়রা নিহত বাবুর শ্বশুরবাড়ির পাশে একটি জাম্বুরা গাছের ডালে ওড়না সাহায্যে ঝুলোনো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলী ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে নিহতের স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পায়। এ ঘটনায় নিহত আবির হোসেন বাবুর মা হোসনে আরা বাদি হয়ে মামলা দায়ের করলে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে বুধবার বিজ্ঞ আমলী আদালতে জবানবন্দি দিয়েছে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন। তবে এ হত্যাকান্ডের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সান নিউজ/এমআই/এস